আলুর লেইট ব্লাইট বা নাবী ধ্বসা রোগ

রোগের পরিচিতিঃ

নাবী ধ্বসা লেইট ব্লাইট রোগ সাধারণত Phytophthora infestans নামক ছত্রাক দ্বারা সৃষ্ট। প্রাথমিকভাবে আলু ফসল হোস্ট হিসেবে কাজ করলেও Phytophthora infestans ছত্রাক টি টমেটো সহ অন্যান্য সোলানাসিয়াস উদ্ভিদকেও সংক্রমিত করতে পারে। এ রোগের কারণে ১৮৪৫ সালে আয়ারল্যান্ডে দূর্ভিক্ষ দেখা দিয়েছিল, ফলে প্রায় একলক্ষ লোকের মৃত্যু হয় এবং দুই লক্ষ লোক ইউরোপ থেকে আমেরিকায় পাড়ি দিয়েছিল। আলু ফসলের উৎপত্তিস্থল ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশে দেরীতে এই রোগ দেখা দেয় বিধায় একে লেইট ব্লাইট বলে। এই বিধ্বংসী রোগটি ফসলের বিকাশের যেকোনো পর্যায়ে আলুর পাতা এবং কন্দকে সংক্রমিত করতে পারে।

লক্ষণঃ

  • লেইট ব্লাইট রোগের প্রথম লক্ষণ হল ছোট, হালকা থেকে গাঢ় সবুজ, বৃত্তাকার আকৃতির পানি ভেজা দাগ (চিত্র ১)
লেইট ব্লাইট
  • এই দাগগুলো সাধারণত নীচের পাতায় প্রথম দেখা যায়। ক্ষতগুলো প্রায়ই পাতার ডগা বা কিনারা হতে শুরু হয়। পাতার ডগা ও কিনারায় বেশি সময় ধরে শিশির লেগে থাকার কারণে এটা হয়ে থাকে।
  • শীতল, কুয়াশাচ্ছন্ন ও মেঘলা আবহাওয়ায় আক্রান্ত স্থানের দাগগুলি দ্রুত বড় ও বাদামী বা কালো রং ধারণ করে। (চিত্র ২)
নাবী ধ্বসা
  • আক্রান্ত পাতার নিচের দিকে ছত্রাকের স্পোর গুলো দৃশ্যমান হয়। চিত্র ৩)
ছত্রাকের স্পোর
  • অতিরিক্ত আক্রমনে গাছের ডাল ও কান্ড আক্রান্ত হয়। (চিত্র ৪)
আক্রান্ত কান্ড
  • আক্রান্ত স্থানের চারিদিকে ফ্যাকাশে সবুজ ও হলুদ রঙের বলয় থাকে। (চিত্র ৫)
অতিরিক্ত আক্রমন
  • অতিরিক্ত আক্রমনে গন্ধ তৈরী হয় এবং মাটির নিচেও আলুও আক্রান্ত হয়।

রোগ প্রতিরোধের উপায়

১। রোগমুক্ত জমি হতে শুকনা আলু বীজের জন্য সংগ্রহ করতে হবে।
২। ফসল উঠার পর জমির আক্রান্ত গাছের পরিত্যক্ত অংশসমূহ পুড়ে ফেলতে হবে।
৩। গাছের গোড়ার মাটি উচু করে দিলে মাটির নীচে আলুকে রোগজীবানু আক্রমণ করতে পারে না।
৪। আলু ও টমেটো ছাড়া জমিতে অন্য ফসল যমেন ধান দয়িে শস্য পর্যায় অবলম্বন করতে হবে।
৫। বৃষ্টির পর বা মাটি ভিজা অবস্থায় কখনও আলু উঠানো উচিৎ নয়।
৬। হিমাগারে আলু রাখার আগে রোগমুক্ত আলু বাছাই করে রাখতে হবে।
৭। আক্রান্ত জমিতে রোগ নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত সেচ প্রদান বন্ধ রাখতে হবে।

রোগ হওয়ার পর করণীয়:

জমিতে রোগ দেখা দিলে ৪/৫ দিন পর পর নিম্ন বর্ণিত গ্রুপের যে কোন ছত্রাকনাশক বা পর্যায়ক্রমে প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করে গাছ ভালভাবে ভিজিয়ে দিতে হবে:

১. সিকিউর ৬০০ ডব্লিজি (ম্যানকোজেব ৫০%+ফেনমিডন ১০%) অথবা
২. এক্রোবেট এম জেড (ম্যানকোজেব ৬০%+ডাইমেথোমর্ফ ৯%) অথবা
৩. মেলোডি ডুও ৬৬.৮ ডব্লিপি প্রোপিনের ৭০%+ইপ্রোভেলিকার্ব) ৪ গ্রাম+সিকিউর ৬০০ ডব্লিউজি ১ গ্রাম।

বালাইনাশক সহায়িকা অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

Scroll to Top