About Us

বাংলাদেশ কৃষি প্রধান দেশ। দেশের খাদ্য নিরাপত্তা অর্জনে কৃষিক্ষেত্রে বালাইনাশকের ভূমিকা অপরিহার্য। অনুমোদকারী সরকারি প্রতিষ্ঠান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক অনুমোদিত ৪০০ এর অধিক কোম্পানির ৬০০০ এর অধিক বালাইনাশক পণ্য বাজারে রয়েছে। পাশাপাশি রয়েছে ফসলের বিভিন্ন ধরণের অনুখাদ্য ও প্লান্ট গ্রোথ রেগুলেটর। এই বৃহদ সংখ্যক বালাইনাশকের ভিড়ে নকল/অনিবন্ধিত বালাইনাশক চিহ্নিতকরণ অসম্ভব। ফলে কৃষকেরা প্রতিনিয়ত অসাধু ব্যবসায়ীদের দ্বারা প্রতারিত হচ্ছে। এতে করে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং ফসলহানির মতো ঘটনাও ঘটছে।

উল্লেখিত সমস্যা সমাধানে উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বালাইনাশক সহায়িকা মোবাইল অ্যাপটি তৈরী করা হয়েছে যা ব্যবহারের মাধ্যমে কৃষকগণ নকল বা অনিবন্ধিত বালাইনাশক শনাক্তকরণ করতে পারবে।

এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীগণ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত বালাইনাশকের ডাটাবেজে সংযুক্ত হতে পারবেন এবং বালাইনাশক সম্পর্কে নিজেদের জ্ঞানকে সম্বৃদ্ধ করার পাশাপাশি নকল ও অনিবন্ধিত বালাইনাশক শনাক্তকরে ফসল, পরিবেশ ও আর্থিক ক্ষতির হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবেন।

আমাদের লক্ষ্য হলো সারা দেশব্যাপী কৃষকদের কাছে পৌছানো এবং বালাইনাশক ব্যবহারের পদ্ধতিতে ‍বিপ্লব ঘটানো ও প্রয়োজনীয় তথ্য সরবরাহের মাধ্যমে একটি স্বাস্থ্যকর ও টেকশই কৃষি নিশ্চিত করা।

উল্লেখিত সমস্যা সমাধানে বালাইনাশক সহায়িকা

 

  • অনুমোদিত বালাইনাশকের এপি নাম্বর (এগ্রিকালচারাল পেস্টিসাইড নাম্বার) যাচাই করা যাবেফলে নকল/অনিবন্ধিত বালাইনাশক সনাক্ত করা সম্ভব হবে

  • অনুমোদিত অনুখাদ্যবিভিন্ন ধরণের প্লান্ট গ্রোথ রেগুলেটরের  আইএমপি নম্বর যাচাই করা যাবেফলে নকল অনুখাদ্যবিভিন্ন ধরণের প্লান্ট গ্রোথ রেগুলেটর সনাক্ত করা সম্ভব হবে

  • নির্দিষ্ট বালাইনাশকের ফসল ভিত্তিক প্রয়োগ মাত্রা যানা যাবে এবং বালাইনাশকের অবশিষ্টাংশের সময়কাল সম্পর্কে ধারণা লাভ করতে পারবে

  • বালাইনাশক সহায়িকার মাধ্যমে যেকোন মূল উপাদান সমৃদ্ধ বালাইনাশক কোন কোন প্রতিষ্ঠান কোন বাণিজ্যিক নামে বাজারজাত করছে তা জানা যাবে

  • বিভিন্ন ফসলের রোগপোকামাকড় সংক্রান্ত ছবি সহ বিস্তারিত তথ্য এবং সমাধানএতে করে কৃষক/ব্যবহারকারী তার ফসলের সমস্যা সম্পর্কে জানতে পারবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনে সহায়ক হবে

  • নিজস্ব ব্যবস্থাপনায় বিদ্যমান উপকরণকে কাজে লাগিয়ে জৈব বালাইনাশক তৈরির কৌশলসমূহ জানতে পারবেন

  • বালাইনাশক প্রয়োগের সময় কৃষক কর্তৃক যে সকল সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত সে সম্পর্কিত নির্দেশনা

  • এই অ্যাপটি মাঠ পর্যায়ে বালাইনাশকের মান নিয়ন্ত্রনে দেশব্যাপী কৃষি বিভাগে কর্মরত ৫০০ এর অধিক কর্মকর্তাবৃন্দ (বালাইনাশক পরিদর্শক) ও ১৪০০০ এর অধিক উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দের Time, Cost & Visit সাশ্রয়ের মাধ্যমে কর্মকান্ডকে বেগবান করবে এবং বালাইনাশকের নিরাপদ ব্যবহারে কৃষকর দক্ষতা উন্নয়নে সহায়ক হবে

 

 

 

 

 

 

Scroll to Top