মেনকোজেব জাতীয় ছত্রাকনাশকের কার্যকারীতার ধরণ (Mancozeb Mode of Action)
ম্যানকোজেব একটি প্রতিরক্ষামূলক ছত্রাকনাশক। মেনকোজেব মূলত জিংক আয়ন, ম্যাংগানিজ আয়ন ও ইথিলিন বিসডাইথিওকার্বামেট দিয়ে গঠিত। যখন ফসলে মেনকোজেব প্রয়োগ করা হয় তখন এটি উদ্ভিদের পাতা ও কান্ডে একটি প্রতিরক্ষামূলক প্রলেপ তৈরি করে যা ছত্রাকের স্পোরকে অঙ্কুরিত হতে এবং উদ্ভিদের টিস্যুতে প্রবেশ করতে বাধা দেয়। এছাড়া মেনকোজেবে বিদ্যমান ম্যাংগানিজ আয়ন ও ইথিলিন বিসডাইথিওকার্বামেট ছত্রাকের শ্বাস-প্রশ্বাসে জড়িত […]